হে আমার বোন!
লিখেছেন লিখেছেন রাফসান ৩০ জুলাই, ২০১৩, ০২:৫৯:০৫ রাত
মুসলিম নারীদের মাঝে এখন বিরাজ করছে পাশ্চাত্যের নগ্ন চিন্তা আর চেতনা। আজকের মুসলিম নারিদের প্রতি তাকালে বুঝাই যায়্না, যে ওরা মুসলিম। ওদের এবং তাদের মাঝেকোন পার্থক্যই খুজে পাওয়া যায়না। প্রকাশ্য দিবালোকে মুসলিম নারীকে দেখেছি অশালিন পোষাকে অর্ধালোঙ্গবস্থায় চলাফেরা করতে। দেখেছি বয় ফ্রেন্ডের হাত ধরে সিম্পোজিয়ামে ঢুকতে। বয় ফ্রেন্ডকে নিয়ে রাস্তায়, মার্কেটে, পার্কে এমন কি------------
অথচ তাদের বেলায়ও ছিল আল্লাহর দেয়া নির্মল পর্দার বিধান। যাহা মেনে চললে দুনিয়াতে তাদের ইজ্জত আবরু ভুলুন্ঠিত হতনা, রাস্তার বখাটে যুবকেরা তাদের দেখে শীষ দিতনা ! প্রতিনিয়ত ইভটিজিংয়ের মত নির্লজ্জ বেহায়াপনার পুণরাবৃত্তি ঘটতনা!
হে আমার বোন!
তুমি তো মা আয়্শার জাতী। তুমিতোসুমাইয়া চেতনায় তেজদীপ্ত এক মহীয়সি নারি। তুমি তো খুন রাঙা পথের বীর সেনানি এক এক আসাদুল্লাহ ও খালিদ বিন ওয়ালীদের মাতা। তবে কেন তোমার এহেন অবস্থা? কেন তুমি মনরঞ্জনের পাত্র? হিংস্র হায়েনাদের মনোষ্কামনা পুরনের খোরাক।
প্লিজ বোন! এখনো সময় আছে প্রচুর। ফিরে এসো অন্ধকার থেকে আলোর পথে, নরক থেকে প্রশান্তির দিকে। প্লিজ এসো ইসলামের পথে।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন